Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কার্যাবলী


ক্রমিক নং

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

১। ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ক)

খ)

গ)

ঘ)

পৌর কার্যাবলী;

পুলিশ ও পরিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত কার্যাবলী;

রাজস্ব ও সাধারণ প্রশাসন বিষয়ক কার্যাবলী; এবং

উন্নয়নমূলক কার্যাবলী।

 

উল্লেখিত কার্যাবলীকে বৃহভাবে দুটি ভাগে ভাগ করা যায়। যেমন,

ক)

খ)

বাধ্যতা মূলক কার্যাবলী; এবং

ঐচ্ছিক কার্যাবলী।

 

বাধ্যতামূলক কার্যাবলী

১।

 

২।

৩।

 

৪।

৫।

৬।

 

৭।

 

৮।

৯।

১০।

ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা করা এবং তা রক্ষা করা।

অপরাধ, অনিয়ম ও চোরা-চালান প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ;

কৃষি, বন, মৎস্য পশু-পালন, শিক্ষা, স্বাস্থ্য, কুটির-শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিষয়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;

পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকে উৎসাহিত করা;

স্থানীয় সম্পদের উন্নয়ন ও ব্যবহার;

রাস্তা, পুল, খাল, বাধ, টেলিফোন ও বৈদ্যুতিক লাইন ইত্যাদি সরকারী সম্পদেরসংরক্ষণ ও নিরাপত্তা বিধানকরা;

ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকান্ড পর্যালোচন এবং সে সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটসুপারিশ প্রেরণ করা;

স্বাস্থ্যসম্মত লেট্রিন স্থাপনের জন্য আলোচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধকরণ;

জন্ম, মৃত্যু, অন্ধ, ভিখারী ও দুঃস্থদের নিবন্ধীকরণ; ও

সব ধরনের জরীপ পরিচালনা।

 

ঐচ্ছিক কার্যাবলী

১।

 

 

২।

৩।

 

৪।

 

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

 

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

 

১৭।

১৮।

 

১৯।

২০।

২১।

২২।

২৩।

২৪।

 

২৫।

 

২৬।

২৭।

২৮।

২৯।

 

৩০।

৩১।

৩২।

৩৩।

৩৪।

৩৫।

৩৬।

৩৭।

 

৩৮।

 

জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষাণাবেক্ষন করা;

জন সাধারণের ব্যবহার উপযোগী সরকারী স্থান, খোলা জায়গা, উদ্যান এবঙ খেলার মাঠের ব্যবস্থা ওরক্ষণাবেক্ষণ সুযোগ;

জনপথ, রাজপথ, ও বিভিন্ন সরকারী স্থানে আলোর ব্যবস্থা করা:

সাধারণ ভাবে বৃক্ষ রোপন ও সংরক্ষণ, বিশেষ করে রাস্তা ও জনগনের ব্যবহৃত জায়গায় বৃক্ষ রোপন ও সংরক্ষণ:

জন সাধারণের প্রয়োজন অনুসারে শ্মশানঘাট ও কবর স্থানের, সভানুষ্ঠানের এবং অন্যান্য কাজে প্রয়োজনীয়স্থানের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ;

পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা ও তা রক্ষণাবেক্ষণ;

সরকারী রাস্তা-ঘাট ও অন্যান্য জায়গা অবৈধ ব্যবহার প্রতিহত ও নিয়ন্ত্রণ করা:

সরকারী রাস্তা-ঘাট ও অন্যান্য স্থানে যে কোন প্রকার উপদ্রব প্রতিহত ও দুর করা;

ইউনিয়নের পরিচ্ছন্নতার রক্ষার উদ্দেশ্য স্বাস্থ্য সম্মত পয়ঃব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা;

এলাকার আবর্জনা সংগ্রহ করে দূর করার ব্যবস্থা ও রাস্তা-ঘাট পরিস্কার রাখারব্যবস্থা নিয়ন্ত্রণ করা;

অপরাধমূলক ও ক্ষতিকারক ব্যবসা নিয়ন্ত্রণ করা;

মৃত পশুর দেহাবশেষ অপসারণ ও নিয়ন্ত্রণ করা;

পশু জবাই নিয়ন্ত্রণ করা;

ইউনিয়নে দালান নির্মাণ ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রন;

দালান বা যে কোন ঝুকিঁপূর্ণ নির্মাণ নিয়ন্ত্রণ;

পানি সরবরাহ নিশ্চিত করার জন্য কুয়া, পুকুর, দিঘী, পানির-পাম্প এবংঅন্যান্য ব্যবস্থার সুযোগ সৃষ্টি ওরক্ষনাবেক্ষণ;

পানীয় জলের উৎস যাতে সংক্রমিত না হয় তা প্রতিহত করার ব্যবস্থা;

জন-স্বাস্থের জন্য ক্ষতিকারক পানির উৎস যেমন-কুয়া, পুকুর ও অন্যান্য উৎসথেকে পানির ব্যবহারনিষিদ্ধকরণ;

পানীয় জলের উৎসের কাছে বা উৎসে যাতে গৃহপালিত পশুর গোসল বা অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত না হয় তানিয়ন্ত্রণ করা;

পুকুর বা অন্য কোন পানির উৎসের কাছাকাছি জায়গায় ধান, পাট বা অন্য কোন উদ্ভিদ পানিতে

ভেজানোরব্যাপারে নিষেধাজ্ঞা জারী বা নিয়ন্ত্রণ করা;

জন-বসতি এলাকায় চামড়া প্রক্রিয়াজাত বা রং করা বিষয়ে নিষেধাজ্ঞা জারী বা নিয়ন্ত্রণ করা;

জন-বসতি এলাকা থেকে পাথর বা অন্য কোন দ্রব্য খনন করে উত্তোলন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারী বাতা নিয়ন্ত্রণ করা;

জন-বসতি এলাকায় ইটের ভাটা, কুমারের কাজ বা ও অন্য কোন ভাটা তৈরীর ব্যাপারে 

নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণকরা;

গবাদি পশু বা অন্র কোন পশু বিক্রয় রেজিষ্ট্রেশন করা;

মেলা বা অন্য কোন প্রদর্শনের ব্যবস্থা করা;

জনসাধারণের উৎসব উদযাপন করা;

দুর্যোগ, যেমন-বন্যা, অতি বর্ষণ, ভূমিকন্প, আগুন লাগা বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্যরিলিফ প্রদান ব্যবস্থা করা;

বিধবা, মাতৃ-পিতৃহীন ছেলে মেয়ে, দরিদ্র ও অসহায় ব্যক্তির জন্য রিলিফের ব্যবস্থা করা;

জনগণের জন্য খেলাধুলার ব্যবস্থার উন্নতি সাধন;

সমবায় আন্দোলন, গ্রামীণ শিল্প-কারখানা, সমাজ-উন্নয়ন ইত্যাদি উৎসাহিত ও উন্নয়ন সাধন;

খাদ্য-উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকে উৎসাহিত করা;

পরিবেশ-সংরক্ষণ ব্যবস্থার সুযোগ রাখা;

গবাদি পশুর খোয়াড়ের ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ;

প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা রাখা;

লাইব্রেরী ও পড়ার জায়গার ব্যবস্থা রাখা;

ইউনিয়ন পরিষদের মত একই ধরণের কাজ করছে সে রকম প্রতিষ্ঠানের সাথে সহযোগীতা করা;

উপজেলা পরিষদের নির্দেশ অনুযায়ী শিক্ষার উন্নয়নে সহায়তা করা; এবং

ইউনিয়নে বসবাসকারী বা আগত অতিথিদের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যানমূখী কাজ, আরাম, ও সুবিধা প্রদানেরজন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করা।